শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন মুকসুদপুরের নব নির্বাচিত পৌর মেয়র শিমুল মিয়া

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন মুকসুদপুরের নব নির্বাচিত পৌর মেয়র শিমুল মিয়া

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন মুকসুদপুরের নব নির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম শিমুল। আজ রবিবার বেলা ১২ টার দিকে হাজারও নেতা কর্মী নিয়ে নব নির্বাচিত পৌর মেয়র টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যান। পৌছিয়ে প্রথমে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে পরে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর মেয়রের নেতৃত্বে পৌরসভার সকল কাউন্সিলরা একে একে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ নওয়াব আলী।

উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন বিপুল ভোটের ব্যবধানে মুকসুদপুর পৌরবাসী আমাকে জয়ী করেছেন। এ বিজয় আমার নয়, এ বিজয় মুকসুদপুর পৌরবাসীর। আমাকে যে চেয়ার দিয়েছেন, এই চেয়ার আমার নয়, এই চেয়ার পৌরবাসীর। এখন থেকে পৌরবাসীর সেবার জন্যই আমি। আগে ও আমি সবার পাশে ছিলাম, এখনো তাদের পাশে থাকতে চাই। এজন্য সবার নিকট আশির্বাদ কামনা করছি। আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যে, সাধারন জনগন আমাকে বিশ্বাস করে যে গুরু দায়ীত্ব অর্পন করেছেন, সেই দায়ীত্ব যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি। গোপালগঞ্জের মধ্যে এই পৌরসভাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর সভার গন্যমান্য ব্যাক্তি বর্গ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরাসহ সব পৌর কাউন্সিলর বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com