রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
আকবর মোল্যাঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ১৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সহয়তা তহবিল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার উজানী বাসুদেবপুর রোকেয়া বিদ্যানাকেতন মাঠে মঙ্গলবার (২৮ জুন) ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্পন্ন হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শ্যামল বোস, মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাহিদুর রহমান, সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সুভাষ দত্ত, বিভিন্ন স.প্র.বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অশেক বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান মোল্লা ও উজানী ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
বক্তব্যে খেলোয়াড়দের বলেন, খেলার মাধ্যমে নিজেকে বহির্বিশ্বে সুপরিচিত করা যায়। তোমরা যদি নিজেদেরকে সে অবস্থানে নিতে চাও তা হলে রীতিমতো লেখাপড়ার পাশাপাশি এ খেলার উপর নিয়মিত চর্চা করতে হবে।