বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

মুকসুদপুরে দোকান মালিকের কারণে অঙ্গ হারালো শিশু আলী

মুকসুদপুরে দোকান মালিকের কারণে অঙ্গ হারালো শিশু আলী

আরটি হাসানঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারে পোস্ট অফিস রোডে বেডিং স্টোরে কাজ শিখে উপার্জন করে পরিবারের মুখে খাবার তুলে দেয়াই ছিল শিশু আলী হুসাইনের স্বপ্ন। সে ইচ্ছা আর পূরণ হলোনা শিশু আলীর। ঝুকিপূর্ন কাজ করতে গিয়ে হারিয়েছে তার ডান হাতের চারটি আঙ্গুল। কয়েকদিন হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে বাড়ীতে এসে দূর্বীসহ জীবন কাটাচ্ছে। মালিক পক্ষ এমআর বেডিং এর স্বত্বাধীকারী মোশারফ হোসেন সাহায্যতো দুরের কথা চাকুরীচুত্য করে পরিবারকে হুমকি দিচ্ছে রিতিমতো। পরিবার সূত্রে জানাগেছে, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দফা গ্রামের মোঃ সাইদ মাতুব্বরের ছেলে আলী হুসাইন (১৩) পেটের দায়ে ৩ বছরের চুক্তির ভিত্তিতে উপজেলার টেংরাখোলা বাজারের পোস্ট অফিস রোডের এম আর বের্ডিং স্টোরে চাকুরী শুরু করে। এ চুক্তির কিছুদিন যাওয়ার পরে আলী হুসাইনকে দোকানের ভারি কাজ করানো শুরু করেন মালিক মোশারফ হোসেন। গত ঈদুল ফিতরের দুদিন আগে জ্বর অবস্থায় তাকে জোর পূর্বক তুলার মিলে তুলা ভাঙ্গাতে পাঠায় দোকান মালিক মোশারেফ। শরীর অসুস্থ্য অবস্থায় তুলা ভাঙ্গাতে গেলে মেশিনের ভিতর হাত চলে গিয়ে অঙ্গ হারিয়ে পঙ্গু হয় আলী হুসাইন। তাৎক্ষনিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আলী হুসাইনকে নিয়ে গেলেও চিকিৎসা ও ঔষুধের নাম মাত্র টাকা দেয় মালিক মোশারেফ হোসেন। এ বিষয়ে আলী হুসাইনের বাবা সাঈদ মাতুব্বর জানায়, আমার ছেলের পঙ্গু হয়ে গেছে তারা ক্ষতি পূরণ তো দূরের কথা তারা রিতিমতো ভয়ভীতি প্রদর্শন করছেন। এ বিষয়ে পার্শ্ববর্তী এক তুলা ব্যবসাহী জানায় শিশু আলী হুসাইনকে জ্বর অবস্থা জোর করে তুলা ভাঙ্গাতে পাঠানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমাদের প্রতিবেদক দোকান মালিক বলে শিশু শ্রম কি? আলীকে টাকা দিয়ে কাজ করাই তাতে আমার কি! ক্ষতিপূর্ন দিতে আমি বাধ্য নই। দূর্ঘটনা ঘটতেই পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আলীর বাবা।
স্থানীয় এক কর্মকর্তা জানান, শিশু আইন ২০১৩-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি তার দায়িত্বে থাকা শিশুকে আঘাত, উৎপীড়ন বা অবহেলা করেন, তা হলে ওই ব্যক্তি অনাধিক ৫ বছরের কারাদন্ড দন্ডিত হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com