রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়া প্রেমিকের হাত ধরে ক্যানসার আক্রান্ত শিশু সন্তার রেখে ঘর ছাড়েন এক গৃহবধূ। জানাগেছে গত ৩ ফেব্রুয়ারী ২০১৪ সালে উপজেলার বাহিরবাগ গ্রামে মোঃ হাফিজুর রহমানের ছেলে মুহিন রহমান এর সাথে কাবিন মুলে বিবাহ হয় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের নিয়ামুল আহসান দীপু চৌধুরীর মেয়ে দোলা চৌধুরীর। স্বামী মুহিন রহমান ইতালী প্রবাসী হওয়ায় তার স্ত্রী দোলা চৌধুরীকে ইতালিয়ান সৌজন্য নম্বর আই- ১৬৬২৪৬৯৩, পাসপোর্ট নম্বর ইবি০৩৯০১২২ মূলে তাকে ইতালী নিয়ে যান। বিবাহের কয়েক মাস পর থেকে দোলা ইতালীতে বসে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জনের সাথে অবৈধ সর্ম্পক গড়ে তোলেন বিষয়টি নিয়ে কয়েকবার ঝামেলা হওয়ার পরেও মুহিন রহমান সম্মান বাঁচাতে বিষয়টি বিবাদে না জড়িয়ে সংসার চালিয়ে যান। পরে তাদের পুত্র সন্তানের জম্ম গ্রহন করেন। পুত্র সন্তান রাইয়ানের জন্মের ১ বছর পরে তার ক্যান্সার ধড়াপরে। এর মধ্যে রমজানের ঈদের ছুটিতে দোলা বাড়ীতে আসবে বলে স্বামীর কাছে বায়না ধরে। স্বামী মুহিত পার্সপোট নম্বর EB0390122 অনুযায়ী ভিসা ও প্লেনের টিকিট কেটে দেওয়ার পর দোলা ছেলে কে নিয়ে বাড়ীতে আসার সময় শাশুড়ী সারমিন আক্তারের ২৫ ভরি স্বর্ন ও দোলা চৌধুরির ব্যাক্তিগত ১০ ভরি স্বর্ন, নগদ ১০ লক্ষ টাকা নিয়ে বাবার বাড়ী গত ২৮ মার্চ ২০২২ সালে বাড়ীতে আসে। পরে গত ১ এপ্রিল রাতে ছেলেকে বাবার বাড়ীতে রেখে গোপালগঞ্জ সদর উপজেলা মাঝিগাতী গ্রামের আনিচুজ্জামানের ছেলে মোঃ নয়ন (২৬) কে নিয়ে উধাও হয়। পরের দিন দোলার বাবা মুহিনের মাকে জানায় দোলাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে দোলার বাবা গত ০২ এপ্রিল ২০২২ ইং তারিখে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে মুহিনের মা শারমিন সুলতানা কে মোবাইলে বিষয়টি জানালে সেও ফরিদপুর কোতয়ালী থানার এ বিষয়ে একটি সাধারন ডায়েরী করে। কয়েকদিন পরে জানাগেছে পরকীয়া প্রেমিক নয়নের সাথে ইতালী বসে দোলা দীর্ঘদিন ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পরকীয়া প্রেম করে আসছে। স্বামী মুহিন রহমান কে মিথ্যা কথা বলে দেশে এসে স্বামীকে ডিভোর্স না দিয়ে পূনরায় আবার পরকীয়া প্রেমিককে বিবাহ করে উধাও হয়। এ বিষয়ে নয়ন সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানায়, দোলা চৌধুরি আমার বিবাহিত স্ত্রী তবে আমি জানি না যে সে বিবাহিত। আমার সাথে ইতালী বসে ফেসবুক ম্যাসেঞ্জারে মাধ্যমে আমাদের প্রেম হয়। দোলা দেশে আসার পরে আমরা বিবাহ করি। এ বিষয়ে দোলার বাবা সাথে আলাপকালে তিনি জানায় আমার মেয়ে বাড়ীতে আসে পরদিনই সে নিরুদ্ধেশ হয়। শুনেছি সে বিয়ে করেছে।