রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমিসহ ঘর পেল ৩০৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার৷ বুধবার ( ২১ জুলাই) সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী উদ্ভোধনের পরে মুকসুদপুরের সুবিধাভোগীদের হাতে দলিলসহ চাবি হস্তান্তর করা হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, সহকারি কমিশনার ভূমি অসীম কুমার দাস, মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল সুবিধাভোগী পরিবার, সাংবাদিক, স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।