শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে রুপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন শাখা ব্যবস্থাপক । সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে এর নির্দেশ দেওয়া হয়। তবে সহকর্মী মজা করে এমনটা করেছে বলে জানান শাখা ব্যবস্থাপক।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর রুপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার এ নির্দেশনার চিঠি দেন একই ব্যাংকের জয়নগর শাখার ব্যবস্থাপক মো. মফিজুর রহমান। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
চিঠিতে বলা হয়েছে-‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’
ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান বলেন, ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার মজা করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন। তারা দু’জন ব্যাচমেট এবং ব্যাংকে পাশে একই বাসায় থাকে । নতুন কর্মকর্তা তারা এত কিছু বুজে করেনি। এই চিঠি লেখার পরে ওদের একটা ম্যসেঞ্জার গ্রæপ আছে সেখানে দিয়েছে । সেখান থেকে এ মজা করা চিঠিই ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’
তিনি আরো বলেন, ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোল সীল ব্যবহার করে না । তাছাড়া ওই স্বাক্ষর আমার নয় । শাখা ব্যবস্থাপকের বরাত দিয়ে লেখা ও ব্যাংকের সীল ব্যবহার করার জন্য ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
তবে এবিয়য়ে ওই দুই কর্মকর্তা সাথে কথা বলা সম্ভব হয়নি ।