শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
আরটি হাসানঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এনায়েত হোসেন।
শনিবার ( ২৭ আগস্ট ) বিকালে ননীক্ষীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । এসময়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আসাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি আপেল মোঃ সম্রাট, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ননীক্ষীর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বকুল সরদার।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক অলিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্যা, হাফিজুর রহমান চোকদার প্রমুখ।
দোয়া ও আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।