শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পাইকদিয়া গ্রামের হোসেন মৃধার ছেলে ইমাদুল মৃধা বাদী হয়ে একই গ্রামের জাকির মোল্যাকে প্রধান আসামী করে মোট ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার অন্যান্য আসামীরা হলো সিহাদুল মোল্যা , মিটু মোল্যা, লিটু মোল্যা, টুটুল মোল্যা, জামাল মোল্যা, কালু মোল্যা।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, ইমাদুল মৃধা ও জাকির মোল্যাদের সাথে দীর্গদিন ধরে জমিজমার বিরোধ চলে আসছে। তারই ধারবাহিকতায় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সালিশে মিমাংশা করে দেয়। সালিশ কারিরা জাকির মোল্যার ঘর ভেঙ্গে নেয়ার জন্য ইমাদুল মোল্যাদের বিশ হাজার টাকা ধার্য করে দেন। পরে জাকির মোল্যা গত দুই বছর আগে এখান থেকে ঘর ভেঙ্গে নিয়ে যান। তারপরও নিজের ঘর নিজে ভেঙ্গে প্রতিপক্ষদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে।
মামলার বিবরনে দেখাযায়, ২৭ আগষ্ট শনিবার জাকির মোল্যা তার লোকজন নিয়ে ইমাদুল মৃধার বাড়িঘর ভাংচুর, লুটপাট ও মারধর করে। এসময় জাকির মোল্যারা ভাংচুর করে এক লাখ ২৫ হাজার টাকার ক্ষতিসাধন, এক লাখ ৪০ হাজার টাকার স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।