শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শাওন রেজাঃ
গোপালগঞ্জে আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান। এছাড়া পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মনোয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে মনোনয়র পত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী এ্যাভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সমর্থকদের সাথে নিয়ে পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে একজন, পুরুষ সদস্য পদে ১৮ জন ও নারী সদস্য পদে ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন মুন্সী মোঃ আতিয়ার রহমান।
১ নং সংরক্ষিত মহিলা আসন পদে ৬ জন। তারা হচ্ছেন শাহনাজ নাজনীন, শেখ বিউটি, সৈয়দ নাজমা, তানিয়া হক শোভা, সারমিন্নাহার, মনিতাজ।
১ নং ওয়ার্ড সদস্য পদে ২ জন। মোঃ রবিউল আলম শিকদার ও মোঃ ইকবাল হোসেন।
২ নং ওয়ার্ড সদস্য পদে ২ জন। শরিফ সোহরাব হোসেন ও এস এম কামাল সেলিম।
২নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে ৪ জন। শ্রাবনী খানম, এমিলি বেগম, আঞ্জলী রায়, সাধনা গাইন।
৩ নং ওয়ার্ডে সদস্য পদে ৪ জন। আরমান হাফিজ, শেখ আল হেলাল, ফরহাদ হুসাইন ও শেখ মোঃ আবিদ আলী।
৪ নং ওয়ার্ডে সদস্য পদে ৫ জন। কামরুল ইসলাম বাদল, মুজিবুর শেখ, চৌধুরি সেলিম আহম্মেদ, দেবদুলাল বসু ও কামাল হোসেন।
৫ নং ওয়ার্ডে সদস্য পদে ৫ জন। রমজান শরীফ, মোঃ নুর মিয়া মোল্যা, মোঃ এমদাদুল হক, মোহাম্মদ খালিদ হোসেন ও বিএম তৌফিক ইসলাম।
এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।