শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ ড্রেজার মেশিন ভাঙ্গলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা দক্ষিণপাড়া হতে জামির মাতুব্বর ও খবির মাতুব্বরের ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে অপসারণ করা হয়েছে। পরে অন্যান্য ইউনিয়নের কয়েকটি ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। দীর্ঘ দিন ধরে বেশ কিছু জায়গায় চলছিল বালু উত্তোলন। এ কারণেই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় কয়েকটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে অপসারণ করা হয়েছে। যেই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।