শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে অগ্রণী ব্যাংকের উদ্যোগে গোপালগঞ্জের সকল উপজেলায় ২শ’ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পরে মুকসুদপুর অগ্রণী ব্যাংক শাখায় কেক কেটে জন্মদিন পালন করেন।
এ সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এম,এম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, সিরাজুল ইসলাম, উজনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস,আওয়ামীলীগ নেতা হুজ্জাত হোসেন লিটু, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার মুন্সী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিকদার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরআগে, অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এরআগে, তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনের কেক কাটেন এবং স্থানীয় নেতা কর্মিদের খাইয়ে দেন।
এ সময় টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান বিশ্বাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।