বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে কসটেপ দিয়ে হাত-পা বাধা অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর-উজানী সড়কের কমলাপুর আগারী নামক স্থানে রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর-উজানী সড়কের কমলাপুর আগারী নামক স্থানে রাস্তার পাশে কসটেপ দিয়ে হাত-পা বাধা অজ্ঞাত (৩৫) ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে। মুকসুদপুর থানার এস.আই মোঃ শহিদুল ইসলাম জানান, লাশটির হাত-পা কসটেপ দিয়ে বাধা ও চোখের উপরে আঘাতের চিহ্ন রয়েছে । এ রিপোর্ট পাঠানো পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি ।