বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার ( ১৮ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যামে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানসহ শেখ রাসেল দিবসের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হয়। পরে, চিত্রাংকন, কুইজ, কেক কর্ত্তণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।