শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে কমিউনিটিং পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর ) সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে থানা চত্বরে কেক কর্ত্তণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত র্যালীতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন মুকসুদপুর-কাশিয়ানী সার্কেল এসপি শাহিনুর রহমান চৌধুরী। মুকসুদপুর থানার ওসি মো.আবু বকর মিয়ার পরিচালনায় র্যালীতে অংশহগ্রহণ করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর সভার মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান টুটুল, সাবেক পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, সরকারী এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল, সাংবাদিক হায়দার হোসেন, সরদার মজিবুর রহমান, কাজী ওহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান। অনুষ্ঠিত র্যালীতে সরকারি মুকসুদপুর কলেজের বিএনসিসি’র দল, সরকারী এসজে উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল, কমিউনিটি পুলিশের সদস্যসহ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।