শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে রাত ৮ টার পরে দোকান খোলা রাখায় হাজী বিরিয়ানি ও ঢাকা বিরিয়ানি নামক দুই দোকানীকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা করে দুই দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৯ টার দিকে মুকসুদপুর সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সকল মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা রাত ৮ টার মধ্যে দোকান বন্ধ করতে বোঝাতে চেষ্টা করছি। দিন দিন আমরা আরো কঠোর হবো।
এ সময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।