শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

মুকসুদপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
আগামী ২২ থেকে ৩১ জানুয়ারী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে বারোটায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈ।
এসভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, স্থানীয় সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, মুকসুদপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালীন উপজেলা ৫-১৬ বছর বয়সী ৬৫ হাজার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
ডাঃ নিপু বিশ্বাসের পরিচালনায়
অনুষ্ঠানে আরও জানানো হয়, কৃমিনাশক ট্যাবলেট শিশুর জন্য নিরাপদ ও পার্শপ্রতিক্রিয়াহীন। এটি শিশুর ভরাপেটে বা খাবার খাওয়ার পরে খেতে দিতে হবে। কৃমি শিশুর শরীরে ভিটামিনের স্বল্পতা, অপুষ্টি, শেখার ক্ষমতা হ্রাস, রাতকানার প্রবণতা বৃদ্ধিসহ জটিল রোগ সৃষ্টি করে। দেশের ৫ থেকে ১৬ বছর বয়সীদের ৩২ শতাংশ কৃমি সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের সহযোগিতায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com