শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমকালো আয়োজনে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাতে উপজেলা চত্বর কেজি স্কুল মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন কানতারা খান।
এ উপলক্ষে পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, ড্রীমওয়ে গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম রাজ, ওয়ান গ্রুপের চেয়ারম্যান রোমান মিয়া, জেনিথ গ্রুপের চেয়ারম্যান তৌফিক আহম্মেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান ও মেহেদী হাসান বিপ্লব।
মুকসুদপুর পৌরসভার আয়োজনে এই টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মুকসুদপুর ডায়াবেটিস সেন্টারের ওহিদুল, শুভ জুটি ও রানারআপ কাশিয়ানী শুক্তগ্রামের রাব্বি, জাবেদ জুটি।