শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) মুকসুদপুর উপজেলা ফারুক খান মিলনায়তনে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দনিয়া কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া। স্কিমের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম এর উপপরিচালক আছিছুল আহসান কবীর। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর সরকারি কলেজের পলিটিক্যাল সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কবির উদ্দিন আহমেদ। এছাড়াও উপজেলা একাডেমিক সুপাইভাইজার এবং উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন ।