বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অর্জুনদাহে ফসলি জমির মাটি অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে কেটে রেল লাইনের কাজে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অর্জুনদাহ এলাকায় ফসলি জমির মাটি কাটার জন্য ওই জরিমানা করা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, ফরিদপুর জেলার সালথা উপজেলার উত্তর চন্ডিবর্দী গ্রামের লাল মিয়া শেখের ছেলে মোঃ মামুন শেখ অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি তুলে বিক্রি করে আসছে।
এবিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, ফসলি জমি থেকে মাটি অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) দিয়ে কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, অনুমোদন ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১ ধারায় তাকে ওই জরিমানা করা হয়েছে।