শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি
কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফের নেতৃত্বে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী শনিবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নগরকান্দায় ইউনিয়ন পদযাত্রা পালন করেন। গ্যাস, বিদ্যুত, চাল, ডাল সার, ডিজেলসহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সরকারের পদত্যাগ এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবীতে এ ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা হইতে শুরু করে এ পদযাত্রা ঝাটুরদিয়া বিশ্বরোডে গিয়ে শেষ করে। পরে ঝাটুরদিয়া বাজারে এক সংক্ষিপ্ত সভা করেন। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী ফ্যাসিবাদী সরকার। চাল, ডাল, তেলসহ নিত্যপন্যের দাম যে ভাবে বাড়িয়েছে তাতে সাধারন জনগনের ঘাড়ে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিয়েছে। তাই জনগন এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের যদি লজ্জা থাকে তাহলে তত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে দেখেন জনগন আপনাদের কোথায় পাঠায়। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।