শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে ঈদগাহ মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এ শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফারুক এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শান্তি ও মানবতার অগ্রদূত হিসেবে আজ বিশ্বনেতাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিমান্বিত একটি নাম। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটিজেন সেই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতা কর্মীকে কাজ করতে হবে। সাধারণ মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠায় তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন সব সময়। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন।
মুকসুদপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার মুন্সী।
শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, সাবেক সহ-সভাপতি শ্যামল বোস, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মেদ মুক্তু,সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুজ্জামান সবুজ, সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, সাবেক সহ প্রচার ও প্রচারনা সম্পাদক কৃষিবিদ সাহাদত হোসেন, সাবেক সদস্য হুজ্জাত হোসেন লিটু, মুকসুদপুর উপজেলা যুবলীগের সভাপতি, জহির হাসান টিটো প্রমুখ।
মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার পরিচালনায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার মেয়র, আশরাফুল আলম শিমুল, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি, নাইমুল হাকিম জুম্মান, ৬ নং টেংরাখোলা ওয়ার্ড সভাপতি, আমির আলী মিয়া।
দিনব্যাপী উপজেলার ১৬ ইউনিয়নে স্বতন্ত্রভাবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।