শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঘরের এ চাবি হস্তান্তর করেন। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান শরীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ প্রমূখ।
বীর নিবাস নির্মাণ কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির জানান, দ্বিতীয় পর্যায়ে নগরকান্দা উপজেলায় ৭৬টি বীর নিবাসের বরাদ্দ হয়। এর মধ্যে ২৮টি বীর নিবাসের চাবী আজ হস্তান্তর করা হলো। বাকী ঘরের কাজ এখনো চলমান রয়েছে। কাজ শেষ হওয়ার পর বাকীদের বীর নিবাস বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পিএএ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, ইমাম ও পুরোহিতদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, নগরকান্দাকে উন্নয়নে রুপান্তরিত করতে সব বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে বলেন মুক্তিযোদ্ধাদের সেবা দিতে প্রয়োজনে তাদের বাড়ি যেতে হবে। তারা যেন কোনরকম সেবা থেকে বঞ্চিত না হয়। সেবা নিতে এসে কোনরকম হয়রানির শিকার না হয়।
জেলা প্রশাসক বিকালে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত ইউএনও পার্কে নির্মিত পানির ফোয়ারার উদ্বোধন করেন। পরে মিরাকান্দা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানকার বাসিন্দাদের খোজ খবর নেন। এ ছাড়াও আশ্রয়নের বাসিন্দাদের ইবাদতের জন্য মসজিদ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।