শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে গৃহহীনরা পেল দুই শতক জমি সহ মাথা গোজার ঠাই। এখন আর ভাসমান অবস্থায় থাকতে হয় না। আপন স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়ায় সামাজিক মর্যাদা পেয়ে এখন ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন তারা। আর এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সুবিধাভোগিরা।
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দেয়া হয়েছে ৫৫৩টি ঘর। দুই কক্ষ বিশিষ্ট এ ঘরে রয়েছে একটি বারান্দা, রান্না ঘর আর বাথরুম। নিশ্চিত করা হয়েছে বিশুদ্ধ খাবার পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে বদলে গেছে ৫৫৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবনমান। আগে বর্ষায় বা শীতে কষ্ট হলেও এখন তা থেকে মুক্তি মিলেছে এসব গৃহহীনদের। পরিবারের লোকজন নিয়ে এখন তারা পরম নিশ্চিন্তে দিন যাপন করছেন। শুধু মাথা গোজার ঠাঁই নয় পাশাপাশি বিভিন্ন ধরনের কুটির শিল্পের কাজ করে জীবনের মান উন্নয়নের জন্য চেস্টা করছেন। ফলে সামাজিক মর্যাদার সঙ্গে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।
আগামী ২২ মার্চ আরো ৪০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার মধ্য দিয়ে মুকসুদপুর উপজেলাকে ভূমি ও গৃহহীন উপজেলা হিসাবে ঘোষনা করা হবে বলে জানান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু।
অশ্রয়হীন পরিবারকে একটি ঠিকানা দেয়ায় দীর্ঘায়ু কমনা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা।