শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে দশ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মার্চ ) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলার ৭ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বিজ, ১ হাজার ৫শ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বিজ এবং ১ হাজার ৫শ কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
সার ও বিজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, কৃষি অফিসার মো: বাহাউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, সাংবাদিক মো: ছিরু মিয়া, সরদার মজিবুরর রহমান, শহিদুল ইসলাম শহিদ, কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।