শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীকে চাকু দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঢাকার দোহার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে গত ২৩ এপ্রিল নগরকান্দা উপজেলার মানিকনগর ব্রীজের পাশে মনিরা আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মনিরা কে খুন করে স্বামী সাহেব আলী। মনিরা নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। সে বাখুন্ডা করিম জুট মিলের শ্রমিক ছিল। মনিরা বাখুন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে তার স্বামীর সঙ্গে থাকতেন।
এ ঘটনায় নিহতের ফুপু ফুলজান খাতুন বাদী হয়ে ঐ দিনই নিহতের স্বামী সাহেব আলী ও তার প্রথম স্ত্রী জোসনা বেগমকে আসামী করে নগরকান্দা থানায় মামলা দায়ের করে। ২৬ এপ্রিল জোসনা বেগমকে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। স্বামী সাহেব আলীকে শুক্রবার ঢাকা জেলার দোহার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক সাহেব আলী পারিবারিক কলহের কারণে তার স্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামীর দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী সাহেব আলীকে ঢাকার দোহার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সাহেব আলী স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যে হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।