শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের নগরকান্দায় ভীমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাবুল বিশ্বাস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামের তাকুব্বর বিশ্বাসের ছেলে। সে তার শালিকার বিয়ের অনুষ্ঠানে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মজলিসপুর গ্রামে আসেন। ১৪ মে রোববার সকালে সেখান থেকে ইজিবাইক যোগে নগরকান্দায় আসার পথে বনোকগ্রাম নামক স্থানে পৌছালে ভীমরুলের আক্রমণের স্বীকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এঘটনায় ইজিবাইকে থাকা আরো তিনজন আহত হয়। আহতদের মধ্যে মজলিসপুর গ্রামের রাকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা ফিরোজ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভীমরুলের কামড়ে বিষক্রীয় তিনি মারা যায়।