বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্র্যাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নিশাতলা- বলনারায়ন রোডের শিমুলতলা নামক স্থানে খান্দারপাড়া থেকে ছেড়ে আসা ট্র্যাক (ঢাকা মেট্রো-ট- ২০-৫৬১০) বিপরীত দিক আসা নসিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক রিজাউল ফকির (৩০) নিহত হয়। নিহত রিজাউল ফকির পাশ্বাবর্তী নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, উপজেলার নিশাতলা নামক স্থানে ট্র্যাকের চাপায় নসিমন চালক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্র্যাকটি আটক করা হলেও ট্র্যাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।