বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও এ্যাডভোকেসি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান এই শ্লোগানকে সামনে রেখে ৩০ মে বৃহস্প্রতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন।
উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নাজিয়াত আলম যুথীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বিভাষ বসু, মুকসুদপুর থানার এসআই শামিম আল মামুন, উপজেলা আনসার ভিডিপির অফিসার সাইফুল ইসলাম, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম প্রমুখ।