বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ শহরের একমাত্র একটি সড়ক এখন তিন চাকার অবৈধ অটোবাইকের দখলে। তীব্র যানজট নিত্য দিনের ভোগান্তি। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনের পর দিন বেড়েই চলছে যানজট। নজর নেই পৌর কর্তৃপক্ষের৷
অন্য দিকে ট্রাফিক ব্যবস্থায় নেই শৃঙ্খলা। বেপরোয়া হয়ে পড়েছে তিন চাকার অবৈধ অটোবাইক চালকেরা। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
জানাগেছে, মানিকগঞ্জ পৌরসভা থেকে ৭২২টি অটোবাইক এবং মোটরচালিত ১০৮৪ টি রিকশা শহরে চলাচলের জন্য লাইসেন্স দেয়া হয়েছে। অথচ শহরে অবাধে চলাচল করছে প্রায় ৬ হাজার অবৈধ অটোবাইক এবং মোটরচালিত রিকশা।
গত ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় এসব অবৈধ অটোবাইক মানিকগঞ্জ শহরে ক্রমেই বেড়ে চলছে।
যানজটের এহেন পরিস্থিতিতে প্রায় ৩ মাস ধরে জনজীবনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ট্রাফিক বিভাগের শিথিলতায় অবৈধ অটোবাইক এবং মোটরচালিত রিকশায় জরিমানা আর মামলার কঠোর পদক্ষেপ না নেয়ায় তোয়াক্কা করছেন না চালকরা।
এতে করে শহরের বাইরের অবৈধ অটোবাইক ও মোটরচালিত রিকশা শহরের ভিতরে বেপরোয়া দাপিয়ে বেড়াচ্ছে।
মানিকগঞ্জ পৌরসভার ট্রেড লাইসেন্স শাখার তথ্যমতে, পৌরসভা থেকে গত ২০২৩-২৪ অর্থ বছরের ৭২২টি অটোবাইক এবং ১০৮৪ টি মোটরচালিত রিকশার লাইসেন্স দেয়া হয়েছে। এসব লাইসেন্স পেতে স্থানীয় কাউন্সিলদের মাধ্যমে ১ লাখ থেকে দেড়লাখ টাকা পর্যন্ত ঘুস লেনদেন হয়েছে।
বেশিরভাগই লাইসেন্স স্থানীয় কাউন্সিলদের মাধ্যমে দেয়া হয়। যার কারণে প্রকৃত অটোচালক ও অটোবাইকের মালিকদের লাইসেন্স দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অথচ প্রতিনিয়ত মানিকগঞ্জ জেলা শহরে অবৈধ প্রায় ৬ হাজার অটোবাইক এবং মোটরচালিত রিকশা চলাচল করছে। পৌরসভার এই লাইসেন্স শহরের বাইরের চালকেরা ভাড়া নিয়ে চলছে।
এ বিষয়ে,
অটোবাইক চালক জুয়েল জানান, আমরা পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে শহরে গাড়ি চালাচ্ছি। কিন্তু শহরের বাইরের চালকদের কারণে আমাদের রোজগার কমে যাচ্ছে। এদের কারণে প্রতিদিন শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং এসব চালকেরা সড়কে দূর্ঘটনা ঘটাচ্ছে।
জাহাঙ্গীর আলম নামের আরেক চালক বলেন,অবৈধ গাড়ির কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমরা শহরের চালক। আমাদের এখন কামাই নাই অবৈধ গাড়ির কারণে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আব্দুল হামিদ খান বলেন, শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। যানজট কমাতে অবৈধ অটোবাইক এবং মোটরচালিত রিকশা আটক এবং জরিমানা করা হচ্ছে। আমরা নিয়মিত যৌথ বাহিনীর সাথে অভিযান চালিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করছি।
মানিকগঞ্জ পৌরসভার দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সানজিদা জেসমিন বলেন, ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি। শহরে কোন অবৈধ অটোবাইক কিংবা মোটরচালিত রিকশা চলতে পারবে না। আমরা খুব শীঘ্রই অবৈধ অটোবাইক এবং মোটরচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করবো।