বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসসুরে সামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি সাবেক সহ প্রচার সম্পাদক কাজী কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বাযক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা।
ফরিদপুর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইদুর রহমান ইসলাম পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, জেলা বিএনপির সদস্য মুস্তাক হোসেন বাবলু, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, যুবদলের সভাপতি রাজিব হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল মান্নান মানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, আব্দুস সাত্তার জোয়াদ্দার, মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইদুর রহমান চুন্নু, শেখ সুলতান মাসুদ, সাজেদুর রহমান সাজ্জাদ , রিয়াজুল করিম সুমন, ওমর ফারুক রাজু।
বক্তারা এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইছার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার আহ্বান জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে আশা প্রকাশ করেন বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । বিএনপিকে বিজয়ী করতে হলে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই সৈয়দ মোদাররেস আলী ইছাকে বিএনপির প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। তিনি পরীক্ষিত নেতা।
বিগত দিনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের শাসনামলে নির্যাতিত হয়েছেন। দলের বিপদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর তাই ফরিদপুর সদর ৩ আসনে সৈয়দ মোদাররেস আলী ইছাকে দল তাকে মনোনয়ন দেবে এবং তাকে বিপুল ভোটে জয় যুক্ত করে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান ।
সভায় পরবর্তী পর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মদ কামরুজ্জামান।এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।এ সময় বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।