রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ওলামা মাশায়েখ, তাওহীদি জনতার বিক্ষোভ সমাবেশ-স্মারকলিপি প্রদান মুকসুদপুরে সিসিডিবির কৃষি উপকরণ ও চেক বিতরণ রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর কোটালীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্পের আওতায় মাঠ দিবস মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান- সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে: প্রধান উপদেষ্টা ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধির বিষয়ে নির্দেশন- স্বরাষ্ট্র উপদেষ্টা

যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধির বিষয়ে নির্দেশন- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পুরাতন ঢাকার যানজট নিরসনে কারা অধিদপ্তরের “পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন” শীর্ষক প্রকল্পে রাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধির বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর পুরাতন ঢাকায় অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, কারা অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নের জন্য যে বাজেট দেয়া হয়েছে তার মধ্যেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। এতে বাজেট বৃদ্ধি করা যাবে না। তিনি বলেন, প্রকল্পের বিষয়ে আমাদের বিদ্যমান চর্চা হলো, যেকোনো প্রকল্পে প্রথমে একটা বাজেট নির্ধারণ করা হয়, পরে যৌক্তিক-অযৌক্তিক নানা কারণ দেখিয়ে বাজেট বৃদ্ধি করে প্রকল্প সংশোধন করা হয়। আমাদের এ চর্চা থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে।

যানজট নিরসনে সরকারের সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর রাজধানীর যানজট নিরসনে ছাত্র-ছাত্রীরা ভালো কাজ করেছে ও সাফল্য দেখিয়েছে। সেজন্য ট্রাফিক পক্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম পিএসসি, প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর ‘এ’ জোনস্থ মাল্টিপারপাস কমপ্লেক্স, ‘বি’ জোনস্থ চক কমপ্লেক্স ও মসজিদ এবং ‘সি’ জোনস্থ কনডেম সেল ও ফাঁসির মঞ্চ পরিদর্শন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com