বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুইদিন পর খাল থেকে ছরোয়ার সিকদার (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের একটি খাল থেকে নিখোঁজ হওয়া ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ছরোয়ার সিকদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের মৃত জমির সিকদারের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে রাতের খাবার খেয়ে ছরোয়ার শিকদার বাড়ি থেকে বের হয়।এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন খোঁজ পায়নি সরোয়ারের। আজ শনিবার সকাল ৭ টার দিকে স্থানীয়রা চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের খালে মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় একটি লাশটি দেখতে পায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করেন। পরে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ছরোয়ার সিকদারের মেয়ে শারমিন আক্তার বলেন, তাঁর বাবা মাদকাসক্ত ছিলেন। তবুও তাঁর মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনসহ একটি ন্যায় বিচারের দাবি জানান তিনি।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত ) আবুল খায়ের শেখ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।