বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
বাদশাহ মিয়া: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আওয়ামী লীগের আমলে সুবিধাবাদীদের বিএপিতে নতুন করে যায়গা করে দেয়া হবে না। দূর্দিনের বিএনপির কর্মীদের সঠিক মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, বিগত সরকার বিদায় নিলেও তাদেও দোষরররা নতুন পায়তারা করছে। বিএনপিতে এদের কোনো স্থান হবে না।
বিএনপির দুর্দিনের কর্মীদের মূল্যায়ন হবে উল্লেখ বলেন, দূর্দিনে পাশে ছিলেন ভবিষ্যতেও এ ঐক্য অটুট রাখুন। বিগত দিনেও আপনাদেও পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বিএনপি এ ে নতা বলেন। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠনে কাজ করেছে ঠিক তেমনই তার সুযোগ্য সন্তান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এ সময়ে এসে ঠিক সেভাবেই কাজ করছেন। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘট না উল্লেখ করে বলেন, গেল ৫ আগস্ট গন অভ্যুত্থানে পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপি আহবায়ক শরিফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সোহরাব শেখ, মোয়াজ্জেম হোসেন মিন্টু, সহ-সভাপতি মো. হিরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্সি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক আসাদ শিকদার, যুগ্ম আহবায়ক মাহফুজ হাসান, কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইয়ূম মুন্সি, ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।