বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালন মুকসুদপুরে ওলামা মাশায়েখ, তাওহীদি জনতার বিক্ষোভ সমাবেশ-স্মারকলিপি প্রদান মুকসুদপুরে সিসিডিবির কৃষি উপকরণ ও চেক বিতরণ রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর কোটালীপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্পের আওতায় মাঠ দিবস মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান- সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে: প্রধান উপদেষ্টা
৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মাদারীপুর জেলা প্রতিনিধি: দেশের ৬৪ জেলার বিভিন্ন বয়সের প্রতিযোগিদের নিয়ে মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে ২৫০জন প্রতিযোগিদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
কেকেএমআরসির আয়োজনে ভোর ৫ টা ৪০ মিনিটে ২১কি.মি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা প্রথম শুরু হয় এরপর একই স্থান থেকে সকাল ৬টায় শুরু হয় ১০ কি.মি. ম্যারাথন দৌড় প্রতিযোগীতা।
প্রায় ২ঘন্টা ৩০মিনিট সময় নিয়ে এই দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের নগদ অর্থসহ পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে সকল প্রতিযোগিদের পুরস্কার দেওয়া হয়।
এসময় দুটি ধাপে ৬টি ক্যাটগরিতে ম্যারাথন প্রতিযোগিরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন, মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসিমন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, নিরাময় হাসতালালে ব্যবস্থপনা পরিচালক ড. গোলাম সরোয়ার ও ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজক ও কেকেএমআরসি স্বত্বাধিকারী আবুল ফজল লেলিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com