শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
বাংলার নয়ন রির্পোটঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্নালংকার হারিয়েছেন সদর বাজার বনিক সমিতির সদস্য এনায়েত হোসেনের স্ত্রী নাছিমা বেগম।
জানা যায়, রবিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা সদরের টেংরাখোলা গ্রামের এনায়েত হোসেনর স্ত্রী নাসিমা বেগম ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে চৌরঙ্গী রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ী ফেরার সময় হাসপাতাল চত্তরে ৪ জন অপরিচিত যুবক তার সাথে কথা বলতে চেয়ে একটি ঠিকানা জানতে চায়। কথাবলার ছলে এ সময় যুবকদের একজন কৌশলে গৃহবধুর গায়ে সুগন্ধি স্প্রে করে। থানা মসজিদের সামনে গেলে সে অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় যুবকরা ধরা ধরি করে বিপরীতে একটি গলিতে নিয়ে তার গলায় থাকা হার ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। এনায়েত হোসেন জানান খোয়া যাওয়া গহনার পরিমান প্রায় দেড় ভরি। সে আরো জানায় গত ২ মাসের মধ্যে এমন আরো তিনটি ঘটনা ঘটেছে।