শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। আজ রবিবার (৯-১২-১৮) সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান।
এসময় পৌর মেয়র, সরকারি কর্মকর্তা/কর্মচারি, কমিটির সদস্য, সততা সংঘ, গার্লস গাইড ও বয়স্কাউট ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন । পরে শপথবাক্য পাঠ, মানব বন্ধন ও র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা লাইসিয়ামে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সিপাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান, প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, প্রকল্প বাস্তবায়ন মোঃ মাহবুবুর রহমান, ওসি অপারেশন মোজাম্মেল হক, পৌর সচিব মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সহকারি অধ্যাপক ঝর্না রানী বিশ্বাস।