শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
বাংলার নয়ন রিপোর্ট: গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি প্রস্তুতি কালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ২টি চাপাতি উদ্ধার করে। বুধবার রাত ৩টার দিকে উপজেলার দিগনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ (এসআই) মহিদুল ইসলাম জানায়, বুধবার গভীর রাতে উপজেলার দিগনগর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ডাকাতদের ধাওয়া করে দুই ডাকাত উপজেলার শোলখোলা গ্রামের বাবুল শেখের ছেলে দ্বীন ইসলাম (৩৫) ও একই গ্রামের এসকেন ফকিরের ছেলে বশার ফকির (৪০) কে ধরে ফেলে।
এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে ২টি রামদা ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।