মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণপিটুনিতে আহত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দ্বীনইসলামের (৩৫) হাসপাতাতেল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, গত বুধবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে আবুল কালামের বাড়িতে ডাকাতির সময় স্থানীয়রা দ্বীনইসলাম ও বশার ফকির নামের দুই ডাকাত সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে পুলিশ তাদেরকে হাসপাতালে ভর্তি করে। ভর্তির এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় দ্বীনইসলামের মৃত্যু হয়। দ্বীন ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তার বিরুদ্ধে ডাকাতি এবং দস্যুতার ৫টি মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
নিহত দ্বীনইসলাম মুকসুদপুর উপজেলার শেলখোলা গ্রামের বাবলু শেখের ছেলে।