শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
বাংলার নয়ন রির্পোট:
ভাষা শহীদদের স্বরণে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বুধবার রাতে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। চোখ ধাদানো আতশবাজী ফুটিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। অনুষ্ঠিত টুর্ণামেন্টে লাল-তন্ময় জুটি বিজয়ী হয় এবং রানার্সআপ হয় তুষার-রিয়াদ জুটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর-কাশিয়ানীর সার্কেল এএসপি মো. রায়হান, মুকসুদপুর থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবউন্নয়ন অফিসার সাইদুর রহমান ও মেহেদী হাসান বিপ্লব। ব্যাডমিন্টন টুর্ণামেন্টে বিজয়ী জুটিকে ৪০ হাজার এবং রানার্সআপ জুটিকে ২০ হাজার টাকার প্রাইজমানী, এছাড়াও অংশগ্রহনকারী প্রত্যেক জুটিকে সান্তনা পুরষ্কার দেয়া হয়েছে।