শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
এস এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
সমাজ সেবা অধিদপ্তর , সোনালী ব্যাংক মধুখালী উপজেলা শাখা ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় গতকাল সোমবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭৬৬ জন বয়স্ক , প্রতিবন্দী ও বিধাবাদের মাঝে ৩০ লক্ষ ৯২ হাজার ১শ টাকা ভাতা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ তমিজউদ্দিন আহমেদ, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ ইসহাক হোসেন, চ্যানেল এস ও আমাদের নতুন সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এস,এম আকাশ সহ আরো অনেকে।
উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা জানান, মার্চ মাস থেকে ডিসেম্বর ১৮ পর্যন্ত মোট ৯ মাসের ভাতা আজ এক সংগে দেওয়া হয়েছে। এছরাও বয়স্ক ও প্রতিবন্দীরা প্রায় ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সোনালী ব্যাংকে গিয়ে ভাতার টাকা উঠানো তাদের জন্য খুব কষ্ট হয়। তাদের কষ্ট কিছুটা কমানোর জন্য আমাদের এই ব্যবস্থা। তিনি বলেন, আগামী ১ বছর যাবৎ আমরা প্রতিটি ইউনিয়নে গিয়ে এই ভাতার টাকা প্রদান করবো।