শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন রির্পোটঃ
‘ভোটার হব, ভোট দেব’ প্রতিপাদ্যকে সামরে রেখে সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এদিনটি প্রথমবারের মতো পালিত হয়েছে।
মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের ১ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসে ১ মার্চ বেলা দশটায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা নির্বাচন অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ খোরশেদ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ মাহামুদুর রহমান, সমবায় অফিসার মাকসুদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ। ভোটার দিবস পালনে ভোট বিষয়ে সচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।