রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুকসুদপুর পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যন তাপসী বিশ্বাস, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদের সম্পাদক
হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাজী ওহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান লেবু প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রায়হান ইসলাম শোভন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক এর কর্মীসহ আরো অনেকে ।