বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ ও পরে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালতের আভিযানিক একটি দল। আজ সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাধীন ছিলাধরচর সদরদী গ্রাম সংলগ্ন নদ থেকে মেশিনটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিশা। জানাগেছে, কয়েকদিন ধরেই মেশিনটি ব্যবহার
করে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে অত্র এলাকার নদ সংলগ্ন ফসলি জমি ও বসতী ঘর। প্রথমে মেশিনটির মালিকের অনুপস্থিতি থাকায় মেশিনটি এলাকাবাসীর নিকট জব্দ করা হলেও পরে সরঞ্জামাদী ধ্বংস করা হয়েছে বলে আভিযানিক দল সূত্রে জানাগেছে। এঘটনার পরে পৌরসভাধীন কাপুড়িয়া সদরদী গ্রামের মুন্সী জামে মসজিদ সংলগ্ন শিকদার
বাড়ী ঘাটের পার্শে¦ কুমার নদ থেকে আরও একটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়। এবিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিশা সাংবাদিকদের বলেন, বিগত সময়ে নদী গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিনের মালিকদের অবগত করে নিষেধ করা হলেও পুনরায় একই কাজ করার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মেশিন দুইটি
পৌরসভার রায়পাড়া গ্রামের মমিন কাজীর বলে জানাগেছে। কয়েকদিন পূর্বে মমিন কাজীর অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ব্যবসায়ের জন্য বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। উপজেলা বাসীর দাবী সকল প্রকার মেশিন জব্দ করে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও অভিযোগের ভিত্তিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার।