বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ মাদক না ব্যাংক ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর
ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের দুইটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ

ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের দুইটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ ও পরে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালতের আভিযানিক একটি দল। আজ সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাধীন ছিলাধরচর সদরদী গ্রাম সংলগ্ন নদ থেকে মেশিনটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিশা। জানাগেছে, কয়েকদিন ধরেই মেশিনটি ব্যবহার

করে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে অত্র এলাকার নদ সংলগ্ন ফসলি জমি ও বসতী ঘর। প্রথমে মেশিনটির মালিকের অনুপস্থিতি থাকায় মেশিনটি এলাকাবাসীর নিকট জব্দ করা হলেও পরে সরঞ্জামাদী ধ্বংস করা হয়েছে বলে আভিযানিক দল সূত্রে জানাগেছে। এঘটনার পরে পৌরসভাধীন কাপুড়িয়া সদরদী গ্রামের মুন্সী জামে মসজিদ সংলগ্ন শিকদার

বাড়ী ঘাটের পার্শে¦ কুমার নদ থেকে আরও একটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়। এবিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিশা সাংবাদিকদের বলেন, বিগত সময়ে নদী গর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিনের মালিকদের অবগত করে নিষেধ করা হলেও পুনরায় একই কাজ করার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মেশিন দুইটি

পৌরসভার রায়পাড়া গ্রামের মমিন কাজীর বলে জানাগেছে। কয়েকদিন পূর্বে মমিন কাজীর অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ব্যবসায়ের জন্য বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। উপজেলা বাসীর দাবী সকল প্রকার মেশিন জব্দ করে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও অভিযোগের ভিত্তিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com