মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের প্রখ্যাত দুই রাইটার

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের প্রখ্যাত দুই রাইটার

গোপালগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতের প্রখ্যাত দুই স্কীপ্ট রাইটার অতুল তিওয়ারি ও শামা জায়িদি বঙ্গবন্ধুর জম্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পরিদর্শন করেছেন।

শুক্রবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর জম্মস্থান, বসতবাড়ি, বঙ্গবন্ধুর সমাধিসৌধ, বাল্যকালের খেলার মাঠ সহ স্মৃতি বিজরিত স্থান সমূহ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন।

দু’ রাইটারের সফরসঙ্গী তথ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মোঃ ঈশান আলী রাজা বাঙ্গালী এসব তথ্য জানিয়ে বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর চলচ্চিত্র নির্মিত হবে। এ চলচ্চিত্রের স্কীপ্ট লিখবেন অতুল তিওয়ারি ও শামা জায়িদি । স্কীপ্ট লেখার প্রস্তুতি হিসেবে তারা টুঙ্গিপাড়া এসেছেন। এখানে এসে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত স্থান পরিদর্শণ করেছেন। স্থানীয়দের সাথে কথা বলেছেন। বঙ্গবন্ধুর সময়ের গ্রামীন পরিবেশ প্রতিবেশ সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হক টুটুল, সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর মোঃ নুরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র হবে। এ ব্যাপারে আমরা দুই রাইটারকে সব ধরনের সহযোগিতা করেছি। চলচ্চিত্র নির্মিত হলে, এ চলচ্চিত্র দেখে নতুন প্রজম্ম বঙ্গবন্ধুর সাহস, দেশপ্রেম, আদর্শ ও দর্শণ সম্পর্কে জানতে পারবে। এ চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজম্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে নব নিযুক্ত পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাত করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( পরিকল্পনা) তুষার মোহান সাধু খাঁ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com