বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ কালিগঙ্গায় ৫ দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
গতকাল থেকে কালিগঙ্গা মহা-তীর্থের নাট মন্দিরে মহা-নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়।
এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ৭টি কীর্ত্তনীয়া দল নাম সুধা পরিবেশন করছে।
প্রতিদিন হাজার হাজার পূন্যার্থী মহা-নামযজ্ঞ শ্রবণ করছেন। এখানে ভক্তদের জন্য ৩ বেলা প্রসাদের আয়োজন করা হয়েছে।
ননীক্ষীর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ হারুন ও মন্দির কমিটির সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছেন। তাই কালিগঙ্গার নামযজ্ঞে হাজার হাজার পূন্যার্থীর সমাগম ঘটছে।