মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বাংলার নয়ন রির্পোটঃ

“মৎস্য সেক্টরে সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহর উদ্বোধন হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে মুকসুদপুর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে মুকসুদপুর উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সিনিয়ির মৎস্য অফিসার খায়রুল ইসলাম। বিশেস অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সচিন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান লেবু, সাংবাদিক সরদার মজিবুর রহমান, আম্বালা ফাউন্ডেশনের মুকসুদপুর উপজেলা সমন্বয়ক আহমেদ মইন, মাছ চাষী মনোয়ার হোসেন, নাছীম, মৎস্য জীবি অচিন্তু কুমার বাড়ৈ প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার দেব দুলাল সাহা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com