রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী,পোনা অবমুক্তকরণ ও অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।পরে উপজেলা আসমত আলী খান মিলনায়তনে ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মানিক মল্লিক ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ প্রমুখ।