রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

মুকসুদপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে ১ হাজার সুবিধা বঞ্চিত মানুষ পেল চোখের চিকিৎসা

মুকসুদপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে ১ হাজার সুবিধা বঞ্চিত মানুষ পেল চোখের চিকিৎসা

বাংলার নয়ন রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে বিনামূল্যে সহস্রাধিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা।

আজ সোমবার মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়ন পরিষদে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস দিনব্যাপী ডায়বেটিক রেটিনোস্কিনিং ক্যাম্প করে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ডায়বেটিস এবং চক্ষু পরীক্ষা করে।

চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা এ সেবা প্রদান করেন।

পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এছাড়া এ ক্যাম্প থেকে ছানি অপারেশনের জন্য ৩০ জন রোগীকে বাছাই করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com