রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

মুকসুদপুরে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও এ্যাড. কাজী আব্দুর রশীদ স্মারক আলোচনা সভা

মুকসুদপুরে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও এ্যাড. কাজী আব্দুর রশীদ স্মারক আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. কাজী আব্দুর রশীদ স্মারক আলোচনা করেছে এ্যাড. কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশন।

গতকাল মঙ্গলবার মুকসুদপুর উপজেলার গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এ্যাড. কাজী আব্দুর রশীদের রুহের মাগফিরাত কামনায় দাড়িয়ে ১ মিনিটি নিরবতা পালন করা হয়।

এতে প্রধান প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গাজী। আয়োজক সংগঠনের সভাপতি আইটি বিশেষজ্ঞ কাজী হারুন অর রশীদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ্যাড. উৎপল দাস, মুক্তিযোদ্ধা আলী মিয়া মাতুব্বর, স্কুলের প্রধান শিক্ষক ওলিয়ার খান, ডা. হরিপদ রায়, অহিদুল আলম ডাবলু, শেখ ইকবাল, বাসার মোল্লা, সজল সাহা, সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্য, জাতীয় ৪ নেতা, কাজী আব্দুর রশীদ এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com