শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস পালিত

তারিকুল ইসলামঃ

‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে মুকসুদপুর সমবায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় পাতাকা উত্তোলনের পরে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালী শেষে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির তার বক্তব্যে মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকা- সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি রানী দুর্গা, সাংবাদিক হায়দার হোসেন, কাজী ওহিদুল ইসলাম, উপজেলা সবমায় কর্মকর্তা সুমনা বিশ্বাস, সহারী পরিদর্শক মাসুদ রানা, বিআরডিবি সভাপতি বিদ্যুৎ সরদার সহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com